মুজিববর্ষে এশিয়া একাদশে খেলবেন কোহলিসহ ৪ ভারতীয়

ক্রিকেট দুনিয়া February 21, 2020 2,504
মুজিববর্ষে এশিয়া একাদশে খেলবেন কোহলিসহ ৪ ভারতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলার জন্য চার ক্রিকেটারের নাম পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।


চারজন ভারতীয় ক্রিকেটারকে ওই দুই ম্যাচের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগেই নিশ্চিত করেছিল বিসিসিআই। এবার তাদের নামের তালিকাও পাঠিয়ে দিলো। ভারত জাতীয় দলের এ চার ক্রিকেটার হলেন-ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কূলদ্বীপ যাদব।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেয়া নানা কর্মসূচির বড় আকর্ষণ হল এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-২০ ম্যাচ। এরিমধ্যে বিসিবি সূচি চূড়ান্ত করেছে।


মার্চ মাসের ১৮ তারিখে প্রথম এবং ২১ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

ম্যাচে এশিয়ার তারকা ক্রিকেটাররা মাতাবেন এশিয়া অল স্টার একাদশের হয়ে। আর বাকি মহাদেশগুলোর তারকায় ঠাসা থাকবে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড দলটি।


সূত্রঃ সময় টিভি