টানা হারের মধ্যে থাকা বাংলাদেশই চাপে থাকবে : জিম্বাবুয়ে কোচ

ক্রিকেট দুনিয়া February 20, 2020 1,097
টানা হারের মধ্যে থাকা বাংলাদেশই চাপে থাকবে : জিম্বাবুয়ে কোচ

শেষ ৬ টেস্টের সবগুলোই হেরেছে বাংলাদেশ৷ তার মধ্যে ৫টিই ইনিংস পরাজয়। আর একটি আফগানিস্তানের কাছে ২২৪ রানের পরাজয়। হারের এই বৃত্তে থেকেই ২২ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা৷


অতীত রেকর্ড বলছে এই টেস্টে ফেভারিট বাংলাদেশ৷ তবে জিম্বাবুয়ের কোচ রাজপুত লাল চাঁদ বলছেন ভিন্ন কথা৷ তার মতে টানা হারের মধ্যে থাকায় চাপে থাকবে বাংলাদেশই।


বুধবার বিকেএসপিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ শেষে রাজপুত বলেন, ‘অবশ্যই যখন কোনো দল নিয়মিত হারতে থাকে, তারা চাপে থাকবে। নিজেদের দেশে খেলা হওয়ায় তারা আরও বেশি চাপে থাকবে।


এই চাপ নিয়ে কোনো দলই নিজেদের মাঠে খেলতে চায় না। আমরা তাদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করব। আমরা সম্প্রতি ভালো করছি। আন্তর্জাতিক ক্রিকেটে যে দল ভালোভাবে চাপ সামলাবে তারাই সবসময় জিতবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’


এসময় রাজপুত মনে করিয়ে দেন জিম্বাবুয়ের সবশেষ সফরের কথা। ২০১৮ সালে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসে প্রথম ম্যাচেই জিতে গিয়েছিল হ্যামিল্টন মাসাকাদজার দল। সেই সফর থেকে অনুপ্রেরণা নিয়ে এবারও জয়ের কথাই ভাবছেন জিম্বাবুয়ে কোচ। - স্পোর্টসজোন২৪