ওখান থেকে আসার পর ওর মাইন্ডটাও চেঞ্জ করেছে: পাপন

ক্রিকেট দুনিয়া February 19, 2020 1,131
ওখান থেকে আসার পর ওর মাইন্ডটাও চেঞ্জ করেছে: পাপন

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে শেষ হচ্ছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অধ্যায়। এই সিরিজের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আজ সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি বস। সেখানে অধিনায়ক মাশরাফি বা ক্রিকেটার মাশরাফির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়।


বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাপের পর ওর সাথে আমার কথা হয়েছিল যে ঘরের মাঠে যদি কোন দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ব্যবস্থা করে দিতে পারি তাহলে হয়তো ও রিটায়ার করবে। ওখান থেকে আসার পর দেখলাম ওর মাইন্ডটা ও চেঞ্জ করেছে, ও এটা চাচ্ছে না।


এর সাথে দেখলাম আমরা যে ওর রিটায়ারমেন্ট ডে তে যে হুলস্থূল করবো সেটাও সে চায়না। আমি পত্র-পত্রিকায় যা দেখেছি। আমার সঙ্গে কিছু বলেনি।


ভালো কথা, তবে আমাদের একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। ডেডলাইন নিয়েছি আমরা খুব শিঘ্রয়ই, বড়জোর ১-১.৫ মাস। পরবর্তী বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারে এমন কাউকে আমাদের বেঁছে নিতে হবে।’


‘ক্যাপ্টেন আমরা ঘোষণা করে দেবো। আর অ্যাজ এ প্লেয়ার যদি ফিট থাকে তাহলে খেলবে। আমরা তো না করছি না, তবে দলে চান্স পাবে কিনা সে গ্যারান্টি আমরা দিতে পারবো না। ন্যাশনাল টিমে চান্স পেতে যা যা ক্রাইটেরিয়া আছে তা ফুলফিল করে আসতে হবে।’


‘হ্যাঁ, এই সিরিজে মাশরাফি অধিনায়ক হিসেবে খেলছে। এখনো ও অধিনায়ক আছে। ১-১.৫ মাসের মধ্যে আমাদের বোর্ড মিটিং। সেখানেই জেনে যাবেন সিদ্ধান্ত, খুব বেশি দেরি নেই।’


সূত্রঃ অনলাইন