স্যার, ৩০০ টাকা বকেয়া আছে, দিয়ে দেন : লিটন দাস

খেলাধুলার বিবিধ February 18, 2020 2,796
স্যার, ৩০০ টাকা বকেয়া আছে, দিয়ে দেন : লিটন দাস

বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) প্রধান প্রশিক্ষক মন্টু দত্ত। তার কোনো শিষ্য সেঞ্চুরি হাঁকালে বা পাঁচ উইকেট পেলে ১০০ টাকা করে পুরস্কার দেন তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মাহমুদুল হাসান জয়।


আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জয়ের হাতে নিজের স্বাক্ষর করা ১০০ টাকার একটি নোট পুরস্কার হিসেবে তুলে দেন মন্টু। গুরু মন্টু দত্তের কাছ থেকে এমন পুরষ্কার পেয়েছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাসরা।


জাতীয় দলের খেলা এই ক্রিকেটারদের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘লিটন আমার কাছ থেকে সবচেয়ে বেশি টাকা নিয়েছে। অনূর্ধ্ব-১৪ থেকেই সে সেঞ্চুরি করত আর আমি টাকা দিতাম। কিছুদিন আগে লিটন এসে বললো- স্যার, ৩০০ টাকা বকেয়া আছে, দিয়ে দেন! আমি হাসতে হাসতে টাকাটা দিয়ে দিলাম।’