তামিম-মমিনুলদের সাথে সালাউদ্দিনকে দেখে চটলেন নান্নু; ডমিঙ্গোর প্রতিবাদ

খেলাধুলার বিবিধ February 18, 2020 2,394
তামিম-মমিনুলদের সাথে সালাউদ্দিনকে দেখে চটলেন নান্নু; ডমিঙ্গোর প্রতিবাদ

তামিম-মুমিনুলদের গুরু হিসেবে কাজ করেন বাংলাদেশের সফলতম কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শেষ বিপিএলেও তামিম-মাশরাফির ঢাকা প্লাটুনের কোচ ছিলেন তিনি। টেস্টে যখন বাংলাদেশের ব্যাটিংয়ের কিছুই ঠিকঠাক হচ্ছে না, তামিম-মুমিনুলদের সময়টাও সুবিধার যাচ্ছে না, তখন সালাউদ্দিনের উপস্থিতি হয়তো খুব অস্বাভাবিক নয়ও।


পাকিস্তান বিপক্ষে টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মুমিনুল হক। তাইতো নিজেদের ব্যাটিং টেকনিক ঠিক করতে গুরু সালাউদ্দিনের শরণাপন্ন হন তারা। কিন্তু আনঅফিসিয়ালী সালাউদ্দিনের মাঠে আসা নিয়ে আপত্তি তুলেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


জিম্বাবুয়ের বিপক্ষে দল নির্বাচনের সময় বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের কাছে অভিযোগ করেন তিনি। একই সভায় ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, সিইও নিজামউদ্দিন চৌধুরী, নির্বাচক হাবিবুল বাশার। তবে সেই সভায় নান্নুর উপর চটেছেন কোচ ডোমিঙ্গো।


নান্নুর মুখের ডোমিঙ্গো বলেন;“আমার কোনো সমস্যা হচ্ছে না, আপনার সমস্যা কী। সে তো ভালো কাজই করছে। খেলোয়াড়দের টিপস দিচ্ছে। বিপিএলে তামিম, মুমিনুল তো সালাউদ্দিনের দলেই খেলেছে।”


নান্নুর অভিযোগ নিয়ে আকরাম খান বলেন;“অনেকেই ব্যক্তিগত কোচের সঙ্গে কাজ করে। সালাউদ্দিনের মাঠে আসায় কোনো সমস্যা দেখি না। কোনো খেলোয়াড় তার মেন্টরকে নিয়ে কাজ করতেই পারে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪