প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফিরে যা বললেন তাসকিন

ক্রিকেট দুনিয়া February 16, 2020 1,960
প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফিরে যা বললেন তাসকিন

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে প্রায় আড়াই বছর পর ফিরলেন তাসকিন আহমেদ।


দেশের হয়ে সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে খেলেছিলেন তাসকিন। তবে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ভালো করে আবারও দলে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি পেস বোলার।


চলমান বিসিএলে প্রথম রাউন্ডে দুই ইনিংসে নিয়েছেন ৩টি উইকেট। তবে চমক দেখিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। যেখানে প্রথম ইনিংসে নেন ৫টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নেন ২টি উইকেট।


দীর্ঘ দিন পর জাতীয় দলে ফেরা, কেমন অনুভূতি? জানতে চাইলে মুঠোফোনে দেশের একটি জাতীয় দৈনিককে তাসকিন বলেন, ‘খুব ভালো লাগছে, দোয়া করবেন। খুব শান্তির বিষয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। বাংলাদেশ দলে সুযোগ পাওয়াটাই বড় লক্ষ্য, পেয়েছি এখন যাতে ধরে রাখতে পারি এই চেষ্টা থাকবে।’


সূত্রঃ অনলাইন