বিপিএলের পর এবার নেপালের টি-টোয়েন্টি লিগে ক্রিস গেইল

খেলাধুলার বিবিধ January 30, 2020 1,206
বিপিএলের পর এবার নেপালের টি-টোয়েন্টি লিগে ক্রিস গেইল

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। টি-টোয়েন্টি ফরম্যাটের ‘ইউনিভার্স বস’ বলা হয় তাকে।


ইনজুরির কারণে বিপিএলের প্রথম দিকে না থাকলেও শেষের কয়েকটি ম্যাচ খেলেন গেইল। বঙ্গবন্ধু বিপিএলে মাত্র ৪ ম্যাচে গেইলকে দেখার সুযোগ পান ভক্তরা। ৪ ম্যাচ খেলে ১৪৪ রান করেন গেইল।


বঙ্গবন্ধু বিপিএলের পর এবার নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) অংশ নিচ্ছেন গেইল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোর তারকাকে এবার নেপালের টি-টোয়েন্টি লিগে দেখা যাবে।


বিষয়টি নিশ্চিত করে টুইটারে ভিডিও বার্তায় গেইল বলেন, ‘বৃহৎ ক্রীড়া আসর এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিতে নেপালে যাব। মাঠে আসুন এবং আমার দল পোখারা রাইনোসকে সমর্থন করুন। আর অসাধারণ এক ক্রিকেট উৎসবের অংশ হোন।’