পাকিস্তানে টেস্ট খেলতে না যাওয়ার কারণ দেখেন না বিসিবি সভাপতি

খেলাধুলার বিবিধ January 29, 2020 758
পাকিস্তানে টেস্ট খেলতে না যাওয়ার কারণ দেখেন না বিসিবি সভাপতি

টাইগারদের পাকিস্তান সফরের পূর্নাঙ্গ সিরিজের সূচি প্রকাশ হলেও খেলতে যাওয়ার বিষয়টি ছিল টি-টোয়েন্টি সিরিজের নিরাপত্তার উপর নির্ভর। আর সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে নিরাপত্তার দিক থেকে বিসিবিকে সন্তুষ্ট করেছে পিসিবি। সে কারনে পাকিস্তান টেস্ট না খেলার কোন কারণ দেখছেন না বিসিবি সভাপতি।


বুধবার সন্ধ্যায় বেক্সিমকোতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘টি-টুয়েন্টি খেলতে যাওয়ার ব্যাপারটা ছিল নিরাপত্তা কেমন, না গিয়ে আমরা স্বস্তি পাচ্ছিলাম না। যেটা হয়েছে খেলতে গিয়ে দেখে এসেছি নিরাপত্তা ওরা যা দিয়েছে, এরচেয়ে বেশি কিছু দেয়ার নেই, হতে পারে না।’


তিনি আরো যোগ করেন, ‘দুর্ঘটনা যেকোনো জায়গায় ঘটতে পারে। খেলোয়াড়দের সাথেও কথা বলেছি, কারও কোনো দুশ্চিন্তা নেই। আর এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আমরা ওয়াকওভার দিয়ে পয়েন্ট হারাতে চাই না। কাজেই টেস্ট খেলতে না যাওয়ার কোনো কারণ নেই।’


দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলতে ৪ ফেব্রুয়ারি পাকিস্তান যাবে টাইগাররা। ৭ থেকে ১১ ফেব্রুয়ারী রাউলাপিন্ডিতে হবে অনুষ্ঠিত হবে ম্যাচটি। - স্পোর্টসজোন২৪