

আইপিএল-২০২০ নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৬ জন ক্রিকেটারের। যারমধ্যে অস্ট্রেলিয়ার ৭ জন, ইংল্যাডের ৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩ জন, শ্রীলঙ্কার ১ জন ও ভারতের ১ জন।
যাদের :-
★অস্ট্রেলিয়া – প্যাট কামিন্স, জস হেজলউড, কেন রিচার্ডসন, শন মার্শ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস লিন
★ইংল্যান্ড – জেসন রয়, ইয়ন মরগান, ক্রিক ওকস, ডেভিড উইলি।
★দক্ষিণ আফ্রিকা – ডেইল স্টেইন, ক্রিস মরিস, কাইল এবট।
★শ্রীলঙ্কা – এঞ্জেলো ম্যাথিউস
★ভারত – রবিন উথাপ্পা
উল্লেখ্য, অনেক ভালো ক্রিকেটার রিটেইন করায় তাদেরকে নিলামে রাখতে হয়নি। ওজন্য বেস্ট বেজ প্রাইসে অনেক ক্রিকেটারের নাম নেই, কারন তারা নিলামে উঠবেনা, তারা চুক্তিবদ্ধ আছে বিভিন্ন দলের সাথে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment