সবচেয়ে বড় হাওয়াই মিঠাই

ওয়ার্ল্ড রেকর্ডস April 26, 2016 1,473
সবচেয়ে বড় হাওয়াই মিঠাই

বিশ্বের প্রায় সবদেশেই শিশু-কিশোরদের কাছে দারুণ পছন্দের এক খাবার হলো ক্যান্ডিফ্লস বা হাওয়াই মিঠাই। আর এই ক্যান্ডিফ্লস বা হাওয়াই মিঠাইয়ের সবচেয়েবড় সংস্করণটি তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর কৃতিত্বদেখায় জার্মানির প্রতিষ্ঠান এসভি ফেল্ডকারচেন-মিটারহার্টশসেন ইভি। আর এ কাজে তাদের সহায়তা করে জার্মানির টিভি চ্যানেল ক্যাবেল এইনস এ প্রচারিত জনপ্রিয় বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান অ্যাবেঞ্চিউর লেবেন (অ্যাডভেঞ্চার লাইফ)। সবমিলিয়ে জার্মানির ফেল্ডকারচেন বেই স্ট্রবিং নামক স্থানে সেদিন যে ক্যান্ডিফ্লসটি তৈরি ও প্রদর্শন করা হয় সেটির আকৃতি ছিল ৫.৪৫ মিটার বা ১৭ ফুট ১০.৫৭ ইঞ্চি উঁচু।