

মানুষের পা যেখানে স্বভাবতই দু'টি সেখানে তিন পায়ে দৌড়ানোর কোনো রেকর্ডের কথা শুনলে অনেকের মনেই সংশয় দেখা দিতে পারে। তবে বিশ্বের অনেক দেশেই দু'জন প্রতিযোগীর একটি করে পা অন্যের পায়েল সাথে বেঁধে দিয়ে এধরনের মজার তিন পেয়ে দৌড়ের আয়োজন করা হয়। আর এমনই এক আয়োজনে ২৪ ঘণ্টায় তিন পায়ে দৌড়ানোর মাধ্যমে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ডটি যাদের দখলে তারা হলেন যুক্তরাজ্যের মার্কহাউলেট ও র্যাব লি।যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অবস্থিত কেয়ার্ন গর্মস জাতীয় উদ্যানে মার্ক ওলি একে অন্যের সাথে পা বাঁধা অবস্থায়বা তিন পায়ে মোট ১০৯.৮ কিলোমিটারবা ৬৮.২৩ মাইল দৌড়ে এই রেকর্ড গড়েন।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment