

কোনো একটি দেশের সীমারেখার মধ্যে থেকে গাড়ির মাধ্যমে সবচেয়ে বেশি দূরত্ব ভ্রমণের রেকর্ডটি যাদের দখলে তারা হলেন ভারতের দূর্গা চরণমিশ্র ওজ্যোত্স্না মিশ্র। সম্পর্কে স্বামী-স্ত্রী এবং যথাক্রমে ৬২ বছর ও ৫৩ বছরবয়সী এই জুটি তাদের ৩৭ দিন দীর্ঘ যাত্রায় ভারতের বিভিন্নরাজ্য আর শহরহয়ে অতিক্রম করেন মোট ৮,৪৫৮কিলো মিটার বা ১১,৪৬৯ মাইল। আর দীর্ঘ এই যাত্রায় তারা দিনে সর্বোচ্চ ১১ ঘন্টা ৪৬ মিনিট পর্যন্ত রাস্তায় কাটিয়েছেন।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment