এক ম্যাচেই একে অপরকে দুইবার পেছনে ফেললেন রোহিত-কোহলি

খেলাধুলার বিবিধ September 23, 2019 1,323
এক ম্যাচেই একে অপরকে দুইবার পেছনে ফেললেন রোহিত-কোহলি

দারুণ লড়াই করছেন ভারতীয় অধিনায়ক ও সহ-অধিনায়ক। তবে সেই লড়াইটা ব্যাট হাতে। আর এই লড়াইটা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে থাকবে কে বিরাট কোহলি এবং রোহিত শর্মা?


গতকাল ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এক ম্যাচেই কোহলি এবং রোহিত একজন আরেকজনকে দুই দুই বার পেছনে ফেলেছে এই দুইজন। শেষ পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখলো ভারতীয় অধিনায়ক কোহলিই।


আগের ম্যাচে ৭২ রান করে রোহিত শর্মাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠেন কোহলি। তবে কাল রোহিতের ৮ রান প্রয়োজন ছিল কোহলিকে পেছনে ফেলার জন্য। আর কাল রোহিত করেন মাত্র ৯ রান। আর তাতেই কোহলির চেয়ে মাত্র ২ রান এগিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তার সংগ্রহ মোট ২৪৪৩ রানে গিয়ে পৌঁছায়।


তবে তার মিনিট দশেকের মধ্যেই আবারও রোহিতকে পেছনে ফেলে দেন কোহলি। কারণ, মজার ব্যাপার হলো কোহলিও আউট হন ৯ রানে। অথ্যাৎ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার মোট রান হচ্ছে ২৪৫০। যা যেকোন ব্যাটসম্যানের এই ফর্মেটে সর্বোচ্চ।


• আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা:-


১। বিরাট কোহলি:- ৭২ ম্যাচ, ৬৭ ইনিংসে ২৪৫০ রান

২। রোহিত শর্মা:- ৯৮ ম্যাচ, ৯০ ইনিংসে ২৪৪৩ রান

৩। মার্টিন গাপটিল:- ৭৫ ইনিংসে ২২৮৩ রান

৪। শোয়েব মালিক:- ১০৪ ইনিংসে ২২৬৩ রান

৫। ব্রেন্ডন ম্যাককালাম:- ৭০ ইনিংসে ২১৪০ রান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪