ফাইনালে খেলতে পারবেন না রশিদ খান!

খেলাধুলার বিবিধ September 22, 2019 2,518
ফাইনালে খেলতে পারবেন না রশিদ খান!

ঢাকা পর্বের দুই ম্যাচে দারুণ জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। কিন্তু সাগরিকায় পাল্টে গেলো রশিদদের ভাগ্য। দুই ম্যাচেই হেরে ফাইনালের আগে বেকফুটে আফগানরা। এর মধ্যে এসেছে আরো এক দুঃসংবাদ। ফাইনালের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন দলের সেরা তারকা অধিনায়ক রশিদ খান।


শনিবার হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আফগান অধিনায়ক রাশিদ খান। ৮ম ওভারে ফিল্ডিং করার সময় হঠাৎ মাটিতে শুয়ে পড়েন রাশিদ। পরক্ষণেই মাঠ ছাড়েন তিনি।


পরবর্তীতে ১১ ওভার শেষ হবার পরেই অবশ্য মাঠে ফেরেন তিনি। বল হাতে এসেই দুই ওভারে ৯ রান দিয়ে নেন ২ উইকেট। তবে তার তৃতীয় ওভারে ১৮ রান নিয়ে বাংলাদেশকে জেতান সাকিব-মোসাদ্দেক। ম্যাচ শেষে জানা যায়, ইনজুরিতে ফাইনালের ম্যাচে একাদশে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তার।


তবে ফাইনালের আগে সময় আছে দুদিন, এই সময়ে পুরো ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী আফগান ম্যানেজার। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসার নাভিন উল হককে করা প্রশ্নের জবাব দিতে গিয়ে নাজিম জার বলেন, ‘সে ভালো করছিল আর দেখি কি হয়।


আমাদের হাতে আরও দুই-তিনদিন সময় আছে পুনর্বাসন প্রক্রিয়া চালানোর। আশা করছি চোট গুরুতর নয়। সে আমাদের অধিনায়ক ও সেরা খেলোয়াড়। আগামীকাল (আজ) আমরা তাকে পর্যবেক্ষণ করবো তারপর সিদ্ধান্ত নিব।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪