সবাইকে চমকে দিয়ে পাকিস্তান সফরে যেতে চায় অস্ট্রেলিয়া!

খেলাধুলার বিবিধ September 19, 2019 1,033
সবাইকে চমকে দিয়ে পাকিস্তান সফরে যেতে চায় অস্ট্রেলিয়া!

এ মাসের শেষের দিকে হতে যাওয়া শ্রীলঙ্কার পাকিস্তান সফর আটকে আছে সন্ত্রাসী হামলার হুমকির গ্যাঁড়াকলে। তবে দুদলই সীমিত ওভারের সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী।


তবে এরই মধ্যে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ছে গণমাধ্যমে। আর সবাইকে চমকে দিগে সত্যি সত্যি পাকিস্তান সফরে যেতে চায় অস্ট্রেলিয়া। খবরটা নিশ্চিত করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস।


অস্ট্রেলিয়া মনে-প্রাণেই চাচ্ছে পাকিস্তানের সঙ্গে চমৎকার ক্রিকেটীয় সম্পর্কটা অটুট থাকুক। দেশটিতে ফিরুক আন্তর্জাতিক ক্রিকেট। সেই লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পাকিস্তান সফরের ব্যাপারে চিন্তা-ভাবনা করছে অস্ট্রেলিয়া।


তবে সেটা এখনই নয়। ২০২২ সালের আগে অন্তত নয়। কারণ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী ২০২২ সালের আগে তাদের পাকিস্তান সফরের কোনো সূচি নেই।


তবে সফরের সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সবার ওপরে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ব্যাপারে খুবই সতর্ক কেভিন রবার্টস। এক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয় তারা। নিবে না কোনো ধরণের ঝুঁকি।


উল্লেখ্য, অস্ট্রেলিয়া ১৯৯৮ সাল থেকে পাকিস্তান সফরে যাচ্ছে না। যদিও ২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে গিয়ে ছিলেন দেশটির বর্তমান অধিনায়ক টিম পেইন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪