ত্রিদেশীয় সিরিজের চট্রগ্রাম পর্বের ম্যাচগুলোর সময়সূচি

খেলাধুলার বিবিধ September 16, 2019 2,293
ত্রিদেশীয় সিরিজের চট্রগ্রাম পর্বের ম্যাচগুলোর সময়সূচি

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ইতিমধ্যে তিনটি ম্যাচে হয়েছে। এবার গ্রুপ পর্বের বাকী তিনটি ম্যাচ হবে চট্রগ্রামে। তারপর আবার ঢাকায় হবে ফাইনাল ম্যাচ।


চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে আগামী ১৮ সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।


তারপর ২০ তারিখ আফগানিস্তান লড়বে জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচ শুরু হবে একই সময়ে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হবে ২১ তারিখ সন্ধ্যা ৬.৩০ মিনিটে।


ইতিমধ্য দুই ম্যাচে দুই জয় নিয়ে ফাইনালে পা রেখে আফগানিস্তান আর এক জয় পেয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।


ত্রিদেশীয় সিরিজের চট্রগ্রাম পর্বের ম্যাচগুলোর সময়সূচি:-


১৮ সেপ্টেম্বর(বুধবার) : বাংলাদেশ-জিম্বাবুয়ে, চট্টগ্রাম


২০ সেপ্টেম্বর(শুক্রবার) : আফগানিস্তান-জিম্বাবুয়ে, চট্টগ্রাম


২১ সেপ্টেম্বর(শনিবার) : বাংলাদেশ-আফগানিস্তান, চট্টগ্রাম


২৪ সেপ্টেম্বর(মঙ্গলবার) : ফাইনাল, মিরপুর।


সূত্রঃ স্পোর্টসজোন২৪