বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো আফগানিস্তান

খেলাধুলার বিবিধ September 15, 2019 1,022
বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো আফগানিস্তান

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টিতে টানা সর্বোচ্চ জয়ের অনন্য রেকর্ড গড়লো রশিদ খানের আফগানিস্তান। নিজেদের আগে টানা ১১ জয়ের রেকর্ড ভেঙে আবারো নতুন রেকর্ড গড়লো আফগানরা।


আজ ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৫ রানে হারিয়েছে আফগানিস্তান। আর তাতেই নিজেদের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেললো রশিদ খানের দল। গতকাল শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া ২৮ রানের জয়টিই ছিল তাদের ৫০ তম জয়।


টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই ভয়ঙ্কর দল আফগানিস্তান। যার প্রমাণ মেলে তাদের পরিসংখ্যানেই। এখনও পর্যন্ত এই ফরম্যাটে ৭৩ ম্যাচ খেলে জিতেছে ৫১টিতে, পরাজয় মাত্র ২২ ম্যাচে। এর আগে ২০১৬-১৭ সালেও ক্রিকেটের এই ছোট ফরম্যাটে টানা ১১টি ম্যাচ জিতেছিল আফগানিস্তান।


সেবার তাদের ১১ জয়ের প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ড। আর এবার বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়েই টানা ১২টি জয় তুলে নিলো আফগানিস্তান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪