বাংলাদেশ নিয়ে ভাবছিনা, প্রতিপক্ষের নাম দেখে খেলিনা আমি : রহমানউল্লাহ

খেলাধুলার বিবিধ September 15, 2019 1,196
বাংলাদেশ নিয়ে ভাবছিনা, প্রতিপক্ষের নাম দেখে খেলিনা আমি : রহমানউল্লাহ

দিনে দিনে বেশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তান ক্রিকেট দল। বর্তমানে যে কোনো দলকেই হারিয়ে দিতে পারে রাশিদ খানের দল। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ থেকে অনেকটাই কাগজে-কলমে এগিয়ে রয়েছে আফগানিস্থান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফেভারিট দল ধরা হচ্ছে আফগানিস্থানকে।


বর্তমানে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। রাশিদ খান, মুজিবুর রহমান সহ তারুণ্যের নির্ভর দল আফগানিস্তান এখন অনেক শক্তিশালী। আজই টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছে আফগানিস্তানের তরুণ ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের।


বয়সটা এখনো আঠারোতেও ঠেকেনি। অভিষেকেই খেললেন ২৪ বলে ৪৩ রানের ইনিংস। তবে তার মতে প্রতিপক্ষ সামনে কে সেটা তিনি ভাবেন না। খেলাটি কে তিনি উপভোগ করার জন্যই খেলেন।বাংলাদেশকে নিয়ে আগামীকালকের (১৫ সেপ্টেম্বর) ম্যাচের আগে কি ভাবছে রহমানউল্লাহ?


সাংবাদিকের প্রশ্নের জবাবে উত্তর দিলেন স্পষ্ট ভাষায়,”বাংলাদেশ নিয়ে ভাবছিনা, প্রতিপক্ষের নাম দেখে খেলিনা। খেলাটা উপভোগ করি, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা ও অবদান রাখতে পারাতেই আমার আনন্দ। ”


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট