দ্রুত সিনিয়ররা ফর্মে ফিরবে আশাবাদী বিসিবির সভাপতি

খেলাধুলার বিবিধ September 14, 2019 1,420
দ্রুত সিনিয়ররা ফর্মে ফিরবে আশাবাদী বিসিবির সভাপতি

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৪৫ রান করতে টপ অর্ডার যখন ব্যর্থ তখন দলের হাল ধরেন লোয়ার মিডল অর্ডারের তরুন ক্রিকেটাররা। তরুন ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকতের অনবদ্য জুটিতে জয় বাংলাদেশ। ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ১৯ বছর বয়সী আফিফ।


অথচ টপ অর্ডার সিনিয়র ব্যাটসম্যানরা আগের মতোই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কিন্তু তারা ব্যর্থ হলেও দ্রুতই ফর্মে ফিরবেন এমন বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের। এছাড়া তিনি আফিফের পারফরমেন্সেও মুগ্ধ সেই কথাও প্রকাশ করেন।


বিসিবি সভাপতি বলেন, ‘জয় হলে তো খুশি না হওয়ার কোনো কারণ নেই। এই জয়ে অবশ্যই আমরা খুশি। তবে আমি এখনো মনে করি, আমাদের মূল খেলোয়াড়রা দ্রুত ফর্মে ফিরবে। এই ম্যাচে হয়নি সেটা হয়নি। তবে এই ম্যাচে সবচেয়ে ভালো লেগেছে আফিফের খেলা। অসাধারণ একটা ইনিংস খেলেছ।’


সবাই স্বাধীনভাবে খেলা উচিত বলে মনে করেন পাপন। তিনি বলেন, ‘আমাদের মনে প্রাণে সবসময়ই বিশ্বাস ছিলো, পাপন লাইনে আরও কয়েকটা ছেলে আছে এমন। ওদেরকে সুযোগ দিতে হবে।


ওদেরকে যদি সুযোগই না দেন আর সবাই যে এসেই আন্তর্জাতিকে ভালো করবে সেটা কিন্তু হয় না। অন্তত পক্ষে একেকজনকে পাঁচ-ছয়টা ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে। বাদ পড়তে পারে এই ভয় থাকলে ওরা খেলতে পারবে না। স্বাধীনভাবে খেলতে দিতে হবে।’


আফিফের খেলায় মুগ্ধ হয়ে বিসিবির সভাপতি বলেন, ‘আমি আফিফকে বলেছি, তুমি রান কত করেছ সেটা বড় কথা না। প্রথম বল থেকেই তুমি যেভাবে খেলেছ, আর এর আগে যারা যেভাবে খেলছিলো তারমধ্যে বিরাট পার্থক্য ছিলো। এটা স্পষ্ট যে, তুমি ভয় পাচ্ছো না। তোমার এই সাহসটায় আমার বেশি ভালো লেগেছে।’


সূত্রঃ আমাদের সময়