ভার্চুয়াল জগতে জনপ্রিয় বিশ্বসেরা ১০ ক্রিকেটার কারা?

খেলাধুলার বিবিধ August 18, 2019 1,109
ভার্চুয়াল জগতে জনপ্রিয় বিশ্বসেরা ১০ ক্রিকেটার কারা?

ভার্চুয়াল জগতে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকট্রেকার। পরিসংখ্যানে দেখা যায়, জনপ্রিয় শীর্ষ ১০ ক্রিকেটারের তালিকায় নেই কোনো বাংলাদেশি, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড, এমনকি কোনো লংকান তারকা। জনপ্রিয় দশ ক্রিকেটরের মধ্যে ৮জনই ভারতের।


বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, সুরেশ রায়না, যুবরাজ সিং, হরভজন সিং আর শিখর ধাওয়ানদের সঙ্গে জনপ্রিয়তায় টিকে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।


১. বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় দলের বর্তমান এ অধিনায়ক। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলাবলি করছেন বড় কোনো ইনজুরিতে না পড়লে শচীনের রেকর্ড ভেঙে দেবেন কোহলি। শুধু এশিয়াই নয়, ক্রিকেট বিশ্বের অন্যতম এই তারকা ক্রিকেটারকে ফেসবুকে ফলো করেন ৩৭ মিলিয়ন, টুইটারে ৩১ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ৩৯.২ মিলিয়ন মানুষ। সবমিলে কোহলিকে ১০৭.২ মিলিয়ন মানুষ বিরাটকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


২. ক্রিকেট ইতিহাসে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় এ জীবন্ত কিংবদন্তি ক্রিকেট থেকে অবসরে গেলেও তার ফলোয়ার সংখ্যা অগণিত। ফেসবুকে শচীনকে ফলো করেন ২৮ মিলিয়ন, টুইটারে ৩০.১ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ১৬.৫ মিলিয়ন মানুষ। সবমিলে ৭৪.৬ মিলিয়ন মানুষ শচীন টেন্ডুলকারকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


৩. ভারতের হয়ে দুটি (টি-টোয়েন্টি এবং ওয়ানডে) বিশ্বকাপ জয়ে নেতৃত্বদেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে ফেসবুকে ফলো করেন ২০.৫ মিলিয়ন, টুইটারে ৭.৭ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ১৫.৪ মিলিয়ন মানুষ। সবমিলে ৪৩.৬ মিলিয়ন মানুষ ধোনিকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


৪. বর্তমান সময়ে ভারতের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি (তিনটি) ডাবল সেঞ্চুরির ইনিংস খেলার পাশাপাশি সর্বোচ্চ রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ভারতীয় এ ওপেনারের ফেসবুকে ফলোয়ার ১১ মিলিয়ন, টুইটারে ১৪.৭ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ১০.৬ মিলিয়ন মানুষ। সবমিলে ৩৬.২ মিলিয়ন মানুষ রোহিতকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


৫. তারকাদের ভিড়ে হারিয়ে যেতে বসেছেন সুরেশ রায়না। জাতীয় দলের আইরে থাকা ভারতীয় এ অলরাউন্ডাকে ফলো করেন কোটি কোটি সমর্থক। ফেসবুকে রায়নার ফলোয়ার ৩.১ মিলিয়ন, টুইটারে ১৬.৭ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ৯ মিলিয়ন মানুষ। সবমিলে ২৮.৮ মিলিয়ন মানুষ সুরেশ রায়নাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


৬. ক্রিকেট ইতিহাসে ছয় বলে ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন যুবরাজ সিং। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের ফলোয়ার সংখ্য অসংখ্য। যুবরাজকে ফেসবুকে ফলো করেন ১৪ মিলিয়ন, টুইটারে ৪.৭ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ৭.৫ মিলিয়ন মানুষ। সবমিলে ২৬.২ মিলিয়ন মানুষ যুবিকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


৭. ভারতের এক সময়ের তারকা অফ স্পিনার ছিলেন হরভজন সিং। জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৬৭ ম্যাচ খেলে ৭১১ উইকেট শিকার করেন তিনি। ভারতীয় সবেক এই তারকা ক্রিকেটার এখন ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। জাতীয় দলের বাইরে থাকলেও তার ফলোয়ার অসংখ্য। ফেসবুকে ফলো করেন ৬.৬ মিলিয়ন, টুইটারে ১০.১ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ৩.৬ মিলিয়ন মানুষ। সবমিলে হরভজনকে ২০.৩ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


৮. অসাধারণ ব্যাটিং শৈলি তার জন্য সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-সমর্থক অসংখ্য। ভিলিয়ার্সকে ফেসবুকে ফলো করেন ৩.৬ মিলিয়ন, টুইটারে ৬.৭ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ৮.৫ মিলিয়ন মানুষ। সবমিলে ১৮.৮ মিলিয়ন মানুষ এ ব্যাটিং দানবকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


৯. ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে ফেসবুকে ফলো করেন ৮.৯ মিলিয়ন, টুইটারে ৪.১ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ৪.৮ মিলিয়ন মানুষ। সবমিলে ১৭.৮ মিলিয়ন মানুষ ভারতের এ ওপেনারকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


১০. ক্রিস গেইলকে ফেসবুকে ফলো করেন ৭.৮ মিলিয়ন, টুইটারে ৪.৪ মিলিয়ন আর ইন্সটাগ্রামে ফলো করেন ২.৮ মিলিয়ন মানুষ। সব মিলে ১৫ মিলিয়ন মানুষ ক্যারিবীয় এ ব্যাটিং দানবকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।


সূত্রঃ আমাদের সময়