ধোনিকে সেনার পোশাকে দেখে যা করলেন কাশ্মীরিরা

খেলাধুলার বিবিধ August 9, 2019 1,894
ধোনিকে সেনার পোশাকে দেখে যা করলেন কাশ্মীরিরা

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি আর্টিকেল-৩৭০ বাতিল করায় অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে জম্মু-কাশ্মীরে। বিশেষ মর্যাদা হারানোয় ক্ষোভে ফুঁসছে কাশ্মীরিরা। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে দেখে সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশই করলো তারা।


অস্থিতিশীল কারণে কাশ্মীরে সেনা মোতায়েন করেছে ভারত সরকার। লেফট্যানেন্ট কর্নেলের দায়িত্ব নিয়ে ধোনি এখন কাশ্মীরে আছেন। সেখানেই বিরূপ এক পরিস্থিতির সম্মূখীন হতে হয় তাকে।


সেখানে গিয়ে সম্মান পাবেন কি, উল্টো দুয়োধ্বনি শুনতে হলো ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ধোনিকে সেনাবাহিনীর পোশাকে দেখেই ক্ষেপে যায় কাশ্মীরের জনগণ। ধোনিকে কাশ্মীরের জনতা স্বাগত জানিয়েছে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দিয়ে।


বুধবার (০৭ আগস্ট) মোহাম্মদ ফাইজান নাজিব নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ‍টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, ধোনিকে দেখে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দিচ্ছে জনতা। ভিডিও পোস্টটির ওপর তিনি লিখেছেন, ‘যখন ধোনি কাশ্মীরে পৌঁছল, তখন জনতা বুম বুম আফ্রিদি স্লোগান দিচ্ছিল।’


সেনাবাহিনীর হয়ে এ দায়িত্ব পালন শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ধোনি। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজেই থাকার কথা ভারতের বর্ষীয়ান এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। -গোনিউজ