

দুর্দান্ত বিশ্বকাপের পর এবার পবিত্র হজে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার ফলে লম্বা একটা সময় দলের বাইরে থাকবেন তিনি। এদিকে কদিন বাদেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। তাই সঙ্গত কারণেই এ সিরিজে তাঁর খেলা হচ্ছে না।
ফলে তিনি বিশ্বকাপে যে তিন নম্বর পজিশনে খেলে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন, সেই তিন নম্বর পজিশনে একটি শূন্যস্থান তৈরি হলো। তাই প্রশ্ন উঠছে কাকে দিয়ে পূরণ করা হবে সেই শূন্যস্থান।
প্রশ্নটি বরাবরের মতোই বেশ জটিল কারণ তিন নম্বর পজিশনে একমাত্র সাকিব ছাড়া চমক দেখানোর মতো কেউই তেমন কোনো কিছু করতে পারেননি। ২৩ ম্যাচে ৫৮.৮৫ গড়ে ১১৭৭ রান করে ৩০০ বলের ক্রিকেটে তিনে তিনিই এখন বাংলাদেশের সবচেয়ে সফল
ব্যাটসম্যান।
এবার ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্য এক বছর পর দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। ৩৭ ওয়ানডের ক্যারিয়ারে বিজয় অবশ্য কখনোই তিনে নামেননি। তাই তাঁকে হয়তো তামিমের সঙ্গেই ওপেনিংয়ে নামতে দেখা যাবে। তবে টানা ব্যর্থ তাঁর স্থলে ওপেনিংয়ে আনা হতে পারে মোহাম্মদ মিঠুনকেও।
তাহলে তিনের জন্য বাকি রইলেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন ৷ এক্ষেত্রে সৌম্যই এগিয়ে থাকছেন। কারণ ৫২ ওয়ানডের ১২ বার সৌম্য মাঠে নেমে বেশ ভালো খেলেছেন। ওপেনিংয়ে যেখানে সৌম্যর গড় ৩৫.২৮, তিনে নেমে সেটি ৩৬.৯১। আবার তিনে নেমে সেঞ্চুরির দেখাও পেয়েছেন তিনি ৷
এমনটা হলে মিঠুন পাঁচেই খেলবেন। অবশ্য ওপেনিং বা তিনের চেয়ে মিঠুনের পাঁচের পরিসংখ্যানও বেশ। ওপেনিং বা তিনে যেখানে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি, সেখানে পাঁচে তাঁর চারটি ফিফটি আছে ৷
এদিকে তিন নম্বরে পজিশনে কে খেলবেন সে সম্পর্কে এখনো ঠিক বলতে না পারলেও এ সম্পর্কে ধারণা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘কে তিনে খেলবে, সেটি এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। পরিস্থিতি, কন্ডিশন, প্রতিপক্ষের বোলিং লাইন আপ বুঝে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে কাকে তিনে খেলাবে বা কাকে ওপেনিংয়ে নামানো হবে।
তবে আমরা এখানে বিকল্প হিসেবে সৌম্য, এনামুল আর মিঠুনকে রেখেছি। বিশ্বকাপে লিটন যেমন একটু নিচে খেললো। এ সিরিজেও হতে পারে কাউকে তার নিয়মিত ব্যাটিংয়ের জায়গা বদলে খেলতে হচ্ছে।’
বিশ্বকাপে ওপেনিং যেন বাংলাদেশের জন্য হতাশার অপর নাম হয়ে ছিলো। টুর্নামেন্টটির একটি ম্যাচেও ভালো শুরু এনে দিতে পারেননি তামিমরা৷ সেবার সাকিব সেই অভাব পূরণে সাহায্য করলেও এবার তিনিও নেই। তাই তিন নম্বর পজিশন নিয়েও মাথা ঘামাতে হচ্ছে নির্বাচকদের।
সূত্রঃ স্পোর্টসজোন২৪







