ভালোবাসা হলো যুদ্ধ ক্ষেত্রের মূল অস্ত্র।।

ভালোবাসার গল্প April 25, 2016 3,718
ভালোবাসা হলো যুদ্ধ ক্ষেত্রের মূল অস্ত্র।।

মেঘলাঃ তুমি আমায় ভালোবাসো?


- শিপলুঃ হুম, বাসিতো।


-মেঘলাঃ কতটা ভালোবাসো আমায়?


-শিপলুঃ অনেক অনেক অনেক, আমার জীবনের থেকেও

বেশি ভালোবাসি তোমায়।


-মেঘলাঃ আমি যদি মরে যাই।


-শিপলুঃ ধুর পাগলী এসব কথা মুখেও আনবা না, আমার কষ্ট হয়।


-মেঘলাঃ সত্যিই যদি আমি মরে যাই।


-শিপলুঃ তাহলে আমি বেঁচে থেকে কি করবো আমিও মরে যাবো।


-মেঘলাঃ ধ্যাত পাগল আমার জন্য তুমি মরবা কেন?


-শিপলুঃ তোমায় যে অনেক বেশিই ভালোবাসি আমি।তোমাকে ছাড়া যে আমি কিছুই কল্পনা করতে পারি না।


-মেঘলাঃ এতোটা ভালোবাসো আমায়।কিন্তু আমার যে মনে হয় তোমাকে আমার করে পাবো না। আমাদের ছোট্ট সুখের নীড় হঠাৎ থেমে যাবে মাঝপথে।


-শিপলুঃ কেনো মনে হয় গো এসব তোমার। আমায় বেশি ভালোবাসতো এই জন্য তোমার এমন মনে হয়।


-মেঘলাঃ আমার যে খুব ভয় হয় তোমাকে হারানোর। আমার একটা ছোট্ট স্বপ্ন তোমার বউ হবো, সারাজীবন তোমার পাশে রবো সুখে-দূঃখে।


-শিপলুঃ ভালোবাসা যত গভীর হয় তত ভয়ংকর রুপ ধারণ করে। তুমি আমায় বেশি ভালোবাসো এই জন্য সবসময় আমাকে হারানোর ভয় হয়।


- মেঘলাঃ এখন বুঝতে পারি মানুষ কেনো আত্মহত্যা করে। ভালোবাসা এতোটা নিষ্ঠুর হতে পারে যে মানুষ বেচে থেকেও মৃত্যুর স্বাদ পায়। আবার কেউ কেউ ভালোবাসার কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে।


-শিপলুঃ মৃত্যু কোনো কিছুর সমাধান হতে পারে না। বরং সব কিছুকে ধ্বংস করে দেয়। সবার জীবনে দূঃখের সময় আসে কিন্তু এই দূঃখকে মেনে নিতে হবে তাহলে সুখের সময় আসবে।


-মেঘলাঃ কিন্তু দূঃখের সময়টা তো খুব দীর্ঘ। আর বুকে অসহনীয় ব্যাথা বিরাজ করে।


-শিপলুঃ মানুষের জীবন চক্র চলমান এটা কারো জন্য থেমে থাকে না।


ঠিক তেমনি সুখ-দূঃখ ও চলমান। জীবন মানেই সুখ-দূঃখের ভাগিদার।

ভালোবাসা মানেই শক্তি মনের জোর। আর এই শক্তি দিয়ে ভালোবাসাকে জয় করতে হবে। জীবন মানেই যুদ্ধ ক্ষেত্র। আর ভালোবাসা হলো যুদ্ধ ক্ষেত্রের মূল অস্ত্র।।