যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল

পড়াশোনা নিউজ May 5, 2019 4,744
যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (৬ মে) প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়া হবে।


ওইদিন সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।


▶এসএসসি রেজাল্ট ২০১৯ এসএমএস এর মাধ্যমে


• সাধারন শিক্ষা বোর্ডের ক্ষেত্রে

SSC<>1st 3 Letters of BOARD NAME<>ROLL<>YEAR & SEND TO 16222.

উদাহরণ : SSC Dha 123456 2019 send to 16222


• মাদরাসা বোর্ডের ক্ষেত্রে

SSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222.

Example : "Dakhil Mad 123456 2019" send to 16222


• টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে

SSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222

Example : "SSC Tec 123456 2019" send to 16222


• এসএসসি রেজাল্ট ২০১৯ ওয়েবসাইটের মাধ্যমে

http://eboardresults.com/app/stud/

http://www.educationboardresults.gov.bd/