টি-২০ র‍্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলতে যাচ্ছে নেপাল

খেলাধুলার বিবিধ May 3, 2019 1,560
টি-২০ র‍্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলতে যাচ্ছে নেপাল

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখনো যে নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারেনি, সেই কথাই যেন বলছে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশ আছে ১০ম স্থানে। ১১তম স্থানে থাকা নেপাল রীতিমত ‘নিঃশ্বাস ফেলছে’ টাইগারদের ঘাড়ে।


টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এই র‍্যাংকিংয়ে বাংলাদেশের পেছনে আছে কেবল জিম্বাবুয়ে (১৩) ও আয়ারল্যান্ড (১৫)। টেস্ট পরিবারের নবীনতম সদস্য আফগানিস্তান (৭) আছে উইন্ডিজ (৯) ও শ্রীলঙ্কারও (৮) আগে। ১০ম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০। ৮ পয়েন্ট কম নিয়ে ২১২ রেটিংধারী নেপাল আছে ১১তম স্থানে।


র‍্যাংকিংয়ে মোট দল রয়েছে ৮০টি। ৭৫ থেকে ৮০ পর্যন্ত মোট ৬টি দল কোনো রেটিং পয়েন্ট ছাড়াই র‍্যাংকিং টেবিলে স্থান পেয়েছে। টেবিলের তলানির দল ৬টি হল- ইন্দোনেশিয়া, চীন, গাম্বিয়া, সোয়াজিল্যান্ড, রুয়ান্ডা ও লেসোথো। প্রসঙ্গত, র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে পাকিস্তান।


সূত্রঃ অনলাইন