যেভাবে ফেইসুবক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন

ফেসবুক টিপস March 26, 2019 7,748
যেভাবে ফেইসুবক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন

ফেইসবুক বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই সামজিক যোগাযোগ বা ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করে থাকেন এই জনপ্রিয় মাধ্যমটি।


বর্তমান প্রেক্ষাপটে ফেইসবুক প্রোফাইল বেদখল (হ্যাকড) ও নিষ্ক্রিয় (ডিজেবল) হয়ে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ।


কিছু নির্দেশনা মেনে চললেই আপনার এই জনপ্রিয় মাধ্যমটি সুরক্ষিত রাখতে পারবেন। সেগুলো হলো-


আপনার অ্যাকাউন্টটি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের নাম ও জন্ম তারিখের সঙ্গে মিল রেখে তৈরি করবেন। না থাকলে আজই সেটা করে নিন।


তাহলে কোনো কারণে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হলে আপনার পরিচয়পত্র জমা দিলে অ্যাকাউন্টটি ফেরত দিয়ে দেবে ফেইসবুক কর্তৃপক্ষ।


ফেসবুকে আপনার জন্ম তারিখ, সাল, ইমেইল ও ফোন নম্বর অনলি মি করে রাখুন।


কখনোই আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, স্মার্ট কার্ড, স্কুল-কলেজের আইডি কার্ড বা বৈধ কোনো আইডি কার্ড ফেসবুকে আপলোড করবেন না।


বিদেশ ভ্রমন কালে অনেকেই নিজের পাসপোর্ট আপলোড করে থাকেন। তা থেকে বিরত থাকুন। মনে রাখবেন আপনার পরিচয়পত্রের কপি অন্যের কাছে থাকলে সেটা আপনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ।


উক্ত ব্যক্তি চাইলে ওই পরিচয়পত্র দিয়ে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ও দখল নিতে পারবে।


ফেসবুকে থাকা সব নিরাপত্তা সুবিধা (ফিচার) অন করে রাখুন।


অবশ্যই বিশ্বস্ত কমপক্ষে পাঁচজন বন্ধু যুক্ত করে রাখবেন। তবে সেটা মাঝে মাঝে চেক করবেন। আপনার বিশ্বস্ত বন্ধুর তালিকা থেকে কারো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা।


হয়ে গেলে নতুন কাউকে যোগ করে আবার ন্যূনতম ৫ জন যোগ করে রাখুন।


প্রোফাইল পিকচার গার্ড ব্যবহার করা ভালো। যারা ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) রাখতে চান, তারা প্রোফাইল লক অপশন ব্যবহার করতে পারেন।


এতে করে শুধু আপনার বন্ধু তালিকায় (ফ্রেন্ড লিস্ট) থাকা বন্ধুরা আপনি যা দেবেন, তা দেখতে পারবেন।


কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ড বিভিন্ন সংখ্যা, চিহ্ন এবং শব্দ দিয়ে বানালে বেশ কঠিন হয়। ডিকশনারি ওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। কখনো নিজের নাম বা ফোন নম্বর পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না।


অপরিচিত কারও দেয়া লিংকে ক্লিক করবেন না। ফেইসবুকের ন্যায় দেখতে এমন ফিসিং সাইটে কোনো প্রলোভনে লগইন করবেন না।


আপনার ইমেল ঠিক আছে কি না নজর রাখবেন।অনেক ইমেইল আছে যেটা ১ বছর ব্যবহার না করলে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়।


সেক্ষেত্রে সুবিধাবাদীরা আপনার নামে ইমেইল অ্যাকাউন্ট খুলে খুব সহজেই আপনার অ্যাকাউন্ট দখল করে নিতে পারবে।


টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই চালু রাখবেন।


লেখক: এইচ আর সোহাগ, বিভাগীয় প্রধান, ডন্স টিম - ডিটি।