পাকিস্তানকে নিয়ে মুখ খুললেন সেই ভারতীয় পাইলট

আন্তর্জাতিক March 2, 2019 1,268
পাকিস্তানকে নিয়ে মুখ খুললেন সেই ভারতীয় পাইলট

অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে নিজ দেশে ফিরেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আর ভারতের মাটিতে পা রেখেই পাকিস্তানকে নিয়ে মুখ খুললেন পাইলট।


বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের আকাশসীমায় ঢুকে পড়া পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় ঢুকে পড়েছিলেন বায়ুসেনার ওই উইং কমান্ডার অভিনন্দন।


পাক-যুদ্ধবিমানকে ভাঙতে গিয়ে নিজেই ভেঙে পড়ে। শেষমুহূর্তে প্যারাশ্যুটে ঝাঁপ দেওয়ায় প্রাণে বাঁচেন তিনি। কিন্তু পাকিস্তানি সেনার হাতে আটকে পড়েন।


এদিকে শুক্রবার (১ মার্চ) পাক সেনার হেফাজতে থাকা অবস্থায় তার একাধিক ভিডিও সামনে এসেছে। এর মধ্যে ওই রাতে জেনেভা কনভেনশন অনুযায়ী অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান।


যাদবের বিষয়ে প্রশ্ন ছিল, ইমরান খানের দেশে কেমন ছিলেন এই তিনদিনে? সেটাই জানার অপেক্ষায় রয়েছে আসমুদ্রচলহিমাচল। তিনি এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের মাটিতে পা রেখে কথা বলেছেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে।


সেই আধিকারিকদের মধ্যে একজন জানিয়েছেন ভারতের মাটিতে পা রাখার পর প্রথম প্রতিক্রিয়া দিয়ে ওই আধিকারিকের দাবি, অভিনন্দন ভারতের মাটিতে পা রেখে বলেন, ‘নিজের দেশে ফিরতে পেরে দারুণ লাগছে।’


ভারতের বায়ুসেনার অত্যন্ত দক্ষ অফিসার অভিনন্দন বর্তমানকে ফেরাতে পেরে খুশি বায়ুসেনার আধিকারিকরা। সেই খুশি তাঁরা ট্যইটারের মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছেন।


শুক্রবার (১ মার্চ) রাতেই এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর জানিয়েছিলেন, তিনদিন যথেষ্ট চাপের মধ্যে ছিলেন অভিনন্দন। তাই তাঁর সম্পূর্ণ মেডিক্যাল টেস্ট হবে। -বিডি২৪লাইভ