
তোর কথায়, তোমার পথে
দাঁড়িয়ে থাকি যদি ।
পথটা আমার পথ থাকে না,
পথ হয়ে যায় নদী ।
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে ।
আমায় তুমি সে পথ থেকে
নাও না তবে তুলে ।
একটা পলক দেখার তাড়ায়
একটা দিন আর রাতে,
আমার সকল থমকে থাকে
কাজ থাকে না হাতে ।
আর কিছু না,
দেখবো তোমায়;
এটুকুই তো দাবি ।
তুমি আমার, বন্ধ সময়
খুলে দেবার চাবি ।
তোর কথায়, তোমার পথে
দাঁড়িয়ে থাকি যদি ।
পথটা আমার পথ থাকে না,
পথ হয়ে যায় নদী ।
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে ।
আমায় তুমি সে পথ থেকে
নাও না তবে তুলে ।।
OBUJHPONA (অবুঝপনা) LYRICS - HABIB WAHID December 22, 2018 4,626
Hariye Fela Bhalobasha Lyrics–Habib Wahid December 20, 2018 2,727
Beporowa Mon (বেপরোয়া মন) - Lyrics | Habib Wahid December 11, 2018 2,671
নেই তুমি - ওয়ারফেজ (Nei Tumi - Warfaze) March 7, 2017 5,178
কে আঁকে অন্য ছবি - তাহসান ( Ke Ake Onno Chobi - Tahsan ) March 5, 2017 6,611
যাচ্ছো হারিয়ে লিরিক্স - তাহসান (প্রেম তুমি) January 7, 2017 8,911
প্রিয় অসুখ লিরিক্স - তাহসান December 27, 2016 10,725
সবকটা জানালা খুলে দাও না লিরিক্স - সাবিনা ইয়াসমিন December 16, 2016 7,109