

সেই চার ভাগ্যবান কারা?
প্রশ্নটি ফুটবলপাড়ায় কয়েক দিন ধরেই উড়ছিল। ব্রাজিলে এক বছর অনুশীলনের সুযোগ পাওয়া বলে কথা! আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চূড়ান্ত হয়ে গিয়েছে সেই চার ভাগ্যবান মেধাবী কিশোর ফুটবলার। বিশ্বস্ত সূত্রমতে, বাছাইপর্বের বাধা পেরিয়ে সুযোগ পেয়েছে জগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ, ওমর ফারুক মিঠু ও নাজমুল আকন্দ। ব্রাজিল সরকারের সহযোগিতায় কিশোরদের এই সুযোগ করে দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে সেরা ২০ জনকে ডাকা হয়েছিল বাছাইপর্বে। দুই দিনের বাছাই পরীক্ষায় সেরা হয়ে ব্রাজিলের টিকিট পেয়েছে জগেন, নাহিদ, মিঠু, নাজমুল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভাষ্যমতে, জানুয়ারির প্রথম সপ্তাহেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের দেশে উড়াল দেবে তারা। সেখানকার বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গোর অধীনে অনুশীলন করার কথা রয়েছে তাদের।







