

সালমান কে হত্যার হুমকি...!!! কি অবাক লাগছে..??
হুম অবাক লাগলেও এটাই সত্যি..! বলিউড তারকা সালমান খানকে খুন করবে বলে হুমকি দিয়েছেন শাহরুখ নামের এক উঠতি অভিনয়শিল্পী।যার পুরো নাম শাহরুখ গুলাবনবি ওরফে শেরা। অবশ্য গত সোমবার উত্তর প্রদেশ থেকে ওই ব্যক্তি কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহরুখ বলিউডে কাজের সুযোগ চান বলেই সে জন্যই মুম্বাই গিয়েছিলেন। তিনি শুনেছেন অনেককেই কাজের সুযোগ দেন সালমান খান। এই তারকার সঙ্গে যোগাযোগের জন্য গত অক্টোবরে তিনি প্রথম ফোন করেন সালমানের ব্যক্তিগত সহকারীকে। জানান, বলিউডে কাজ করতে আগ্রহী এবং সেই বিষয়ে সালমানের সঙ্গে কথা বলতে তাঁর ব্যক্তিগত ফোন নম্বর দরকার। সালমানের ব্যক্তিগত সহকারী নাম্বার দিবে না বলে জানালে রেগে গিয়ে সালমান খানেকে হত্যা করার হুমকি দেন শাহরুখ।
সেখানেই কাহিনীর শেষ নয়। ১৩ নভেম্বর সালমানের বাবার ফোন নম্বর সংগ্রহ করে ফোন করেন শাহরুখ। নিজেকে সন্ত্রাসী ছোটা শাকিলের দলের লোক পরিচয় দিয়ে বাবার কাছে ছেলে সালমানের নম্বর চেয়েছেন। সালমানের বাবা ফোন নম্বর না দেওয়ায় খেপে গিয়ে তাঁকেও এমন হুমকি দেন ওই যুবক!! অবশেষে থানায় মামলা করেন সালামানের বাবা।







