মজার ধাঁধা সমগ্র - ১০২তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer November 21, 2018 24,273
মজার ধাঁধা সমগ্র - ১০২তম পর্ব

১. ‘আম নয় জাম নয়,


গাছে নাহি ধরে।


সব লোকে ফল বলে,


জানে শুধু তারে।’


উত্তরঃ পরীক্ষার ফল


২. ‘আশ্চর্য বাদ্যযন্ত্র জুড়ি মেলা ভার


সে যদি বাজ খায় থাকে তার ‘তার’।


তার যদি কেটে যায় তবু নিঃসন্দেহে,


অর্ধেকের বেশি ছাড়াও বিদ্যমান সে।’


উত্তরঃ সেতার


৩. ‘আছে কল, আছে জল, মাটি, পাতা রস


অনল, পবন, ধুম্র সবার পরশ।


মুখে মুখে কহে কথা, এক বোল বলে


না চুমিলে রহে চুপ, হাতে মুখে চলে।’


উত্তরঃ সাজানো হুক্কা


৪. ‘আগে পিছে নাতি নিয়ে থাকে অবিরাম, মানুষ সে নয় ভাই সুস্বাদু একটি ফল।’


উত্তরঃ নাশপাতি