

পৃথিবী জুড়ে সেলফি তুলতে গিয়ে প্রাণহানির ঘটনা কম ঘঠে নাই। এবার সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সেই সাপের কামড়ে প্রাণ গেছে যুবকের। ভারতের অন্ধ্র প্রদেশ এই ঘটনা ঘটেছে। যুবকের নাম জগদীশ (২৪)
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অন্ধ্র প্রদেশের ম্যানগেলাম্পেট শহরে সাপুরের ঝুড়ি থেকে একটি গোখরা সাপ তুলে নিয়ে নিজের ঘাড়ে প্যাঁচিয়ে নেন যুবক জগদীশ। পরে ওই গোখরা সাপের সঙ্গে সেলফি তুলতে গেলে তাঁর হাতে কামড় বসিয়ে দেয়।
এর পর মুহূর্তের মধ্যে ফেনা বের হতে শুরু করে যুবকের মুখ দিয়ে । দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে শ্রী সিটির হাসপাতালে নেওয়ার পথে জগদীশ মারা যান।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment