মজার ধাঁধা সমগ্র - ৯৭তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer November 14, 2018 27,930
মজার ধাঁধা সমগ্র - ৯৭তম পর্ব

১)‘খেতে বললে হই খুশি,


যেতে তেড়ে আসি।


পেয়ে বসলে পায় কান্না,


কী নাম বলে দাও না।’


উত্তর: গোল্লা


২. ‘গাছ নেই আছে পাতা, মুখ নেই বলে কথা।’


উত্তর: বই


৩. ‘গণিপতি নহে কিন্তু এক দন্তধর,


কটিতে বদন তার


দেহ লম্বোদর।’


উত্তর: ঢেঁকি


৪. ‘একটুখানি গাছে


তিল ঝুরঝুর করে।


একটুখানি টোকা দিলে


ঝরঝরিয়ে পড়ে।’


উত্তর: শিশির