

দেশের হয়ে রান,বল ও সময়ের হিসাবে সবচেয়ে বড় ইনিংসটি এখন মুশফিকের। টেস্ট ইতিহাসে প্রথম উইকেট কিপার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড করার পর দেশের হয়ে সবোর্চ্চ রানের ইনিংসের রেকর্ডটিও নিজের করে নিলেন তিনি। এর পাশাপাশি দেশের হয়ে টেস্টে বল ও সময়ের হিসেবে সবচেয়ে লম্বা ইনিংসে খেলার রেকর্ডও করে ফেললেন মুশফিক।
মুশফিকের রেকর্ডের পরপরই ৫২২ রানে ইনিংস ঘোষণা করেন মাহমুদুল্লাহ। দেশের হয়ে সবোর্চ্চ ২১৯ করার পথে মুশফিক পেছনে ফেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে করা সাকিব আল হাসানের ২১৭ রানে ইনিংসটিকে। আর সবচেয়ে লম্বা সময় খেলার রেকর্ড তিনি করলেন আশরাফুলের ৪১৭ বল খেলার রেকর্ড ভেঙ্গে।
২০১৩ সাল শ্রীলংকার বিপক্ষে গলে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। এ নিয়ে টেস্টে বাংলাদেশের খেলোয়ারদের মোট ডাবল সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো চারে। বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেন বাকি দুই ডাবল।
৪০৭ বলে ১৬ চার এবং ১ ছক্কার মারে করা মুশফিকের এই ডাবল সেঞ্চুরিটি বাংলাদেশের ইনিংসের ১৫৪তম ওভারে। দ্বিতীয় দিনের মেহেদী মিরাজকে সাথে নিয়ে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। মিরাজ করেছেন ৬৮ রান। -জুমবাংলা







