

রাতে এক বন্ধুর ফোন এলো। তার সাথে কথা বলতে গিয়ে বললাম,` দোস্ত ওয়েট কর। আমি এখনই আসছি। পাঁচ মিনিটের মধ্যে। দরজার দিকে তাকিয়ে দেখি আম্মা কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফোন রাখতেই আম্মা বকতে শুরু করলেন, দিনের বেলা যখন ঘুরতে যাস বন্ধুদের সাথে মানা করিনা। কিন্তু এই রাতের বেলা আবায় কই যাইবি? আমাকে তো একবার ও জিজ্ঞেসও করিসনাই! আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, "কোথায় যাব মানে? আম্ম বললেন তোমার ফোনের কথা আমি সব শুনেছি । দাঁড়া তোর বাবাকে বলতেছি। বলেই নিজের ঘরের দিকে রওনা দিলেন ।
আমি চিত্কার করে বললাম,
.
.
.
.
"আরে আম্মা শোনো, আমি ফেসবুকে যাওয়ার কথা বলছিলাম.........!!!
(লও ঠ্যালা)








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment