♦"আমি উদভ্রান্ত এক প্রাণ "♦

রূপক কবিতা November 3, 2018 5,630
♦"আমি উদভ্রান্ত এক প্রাণ "♦

স্বপ্নের হাত ধরে আগমন !

চেনা আকাশের নীড়ে আজো বড় অচেনা লাগে ...!!

বড়ো বেমানান মনে হয় অনেক উজ্জ্বলতার মাঝে আমার অন্ধকার ..।

বড়ো বেসুরো মনে হয় আমার অনভিযোজনের প্রাসঙ্গিকতা ..॥

তবুও তো ছুটে যায় বারেবারে ..

উচ্ছ্বল ঢেউয়ের অবগাহনে,

নিশীথের নিদারুণ আর্তিতে ,

নির্জনতার বিষন্নময় রুদ্ধদ্বারে ...

আমি এক উদভ্রান্ত প্রাণ ।

যখন নিজের অস্তিত্ব জানাতে তৎপর উল্লাসী মুহূর্তরা --

যখন ভালোবাসার বিন্দু বাষ্পগুলো আর্দ্র হতে চায়,

যখন রোদ্দুর মাখতে উদাসী হয় হৃদয়ের বালুচর ...

ঠিক তখনই ধেয়ে আসে ---

শুষ্ক অবজ্ঞার মখমলে কুঠারাঘাত ,

অসম্পৃক্ত প্রেমের সংকীর্ণ গুঞ্জন ..

উড়ে আসে উপহাসের সুতীক্ষ্ণ বাঁশরী ..

তবুও চলতে চায় আমার দিশাহীন ব্যকুলতা

আমি উদভ্রান্ত এক প্রাণ ...

ঔদাসীন্যের গরম বাতাসেও দু এক পশলা বৃষ্টি খুঁজি ...

তরঙ্গায়িত বিচ্ছেদের মাঝেও টুকরো সুখকে জাপটে ধরি ....।

ভঙ্গুর অভিমানী মুহূর্তগুলোকে অনুরাগে আলিঙ্গন করি ...

নিদ্রিত স্বপ্নের অবসন্নতা বিদীর্ণ দুয়ারে জাগিয়ে তুলি ....

আমি উদভ্রান্ত এক প্রাণ।

#মধুমক্ষিকা