

অক্টোবরের ১৬ তারিখ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে ১২ তারিখ স্বাগতিক সৌদি আরবের বিপক্ষেও একটি ম্যাচ খেলবে ব্রাজিল। এসব প্রীতি ম্যাচে ব্রাজিলের নেতৃত্বে থাকবেন নেইমার।
• আর্জেন্টিনা দল
গোলরক্ষক: রোমেরো, রুলি, আরমানি।
ডিফেন্ডার: ওতামেন্দি,মোরি, পেস্সেইয়া, কান্নেমান, হুয়ান ফইথ, তাগলিয়াফিকো, ফ্রাঙ্কো, বুস্তোস, সারাভিয়া।
মিডফিল্ডার: আসকাসিবার, পারেদেস, লো সেলসো, ফ্রাঙ্কো ভাসকেস, রদ্রিগো দে পল, রবের্তো পেরেইরা, সালভিও, ফ্রাঙ্কো সেরভি , রদ্রিগো বাত্তাগলিয়া, মার্কোস আকুনা, মাক্সি মেসা,এক্সেকুয়েল পালাসিওস।
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ান পাভোন, গঞ্জালো মার্টিনেস ,পাওলো দিবালা, মাউরো ইকার্দি, মার্টিনেজ, অঞ্জেলো কোরেয়া, জিওভান্নি সিমেওনে
• ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ফিলিপে;
ডিফেন্ডার: দানিলো, ফাবিনিয়ো, মার্সেলো, মারকিনুস, মিরান্দা, এদের মিলিতাও, পাবলো, আলেক্স সান্দ্রো;
মিডফিল্ডার: আর্থার, রেনাতো অগাস্তো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, ফ্রেদ, ম্যালকম, ওয়ালাসি;
ফরোয়ার্ড: এভারতন, রিশার্লিসন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, লুকাস মউরা, নেইমার।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment