

গ্রেফতার করা হয়েছে রাজু পন্ডিত (৫৫) ও বাতোলি প্রজাপতি (৪৫) নামে দুই মন্দিরের পুরোহিতকে। ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশের অনুমান, ওই দুই পুরোহিত আরও নাবালিকা নিগ্রহে জড়িত থাকতে পারে৷
জানা যায়, ধর্ষণের বিষয়টি প্রথম মেয়েটির মায়ের নজরে আসে৷ মেয়েটি পেটে অসম্ভব ব্যাথা অনুভব করে৷ অনেক জিজ্ঞাসার পর সব খুলে বলে সে৷ জানায়, মিষ্টির প্রলোভন দেখিয়ে তাকে মন্দিরে নিয়ে যায় ওই দুই পুরোহিত৷ এরপরই চলে অমানুষিক অত্যাচার৷
তারপর বাড়ির কাছে থেকে ফেলে চলে যায়৷ যাওয়ার আগে কাউকে কিছু না বলার জন্য শাসিয়ে যায়৷ মেয়ের মুখে গোটা ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মেয়েটির অবস্থা এখন স্থিতিশীল বলে খবর৷
সাম্প্রতিক কালে মধ্যপ্রদেশে একের পর এক নাবালিকা ও শিশু ধর্ষণের ঘটনা সামনে এসেছে৷ তারপরই দেশের মধ্যে প্রথম শিশু ধর্ষণ বিরোধী বিল আনে রাজ্যের বিজেপি সরকার৷ ১২ বছরের নিচে কমবয়সীদের ধর্ষণে অভিযুক্তের মৃত্যুদণ্ডের আইন বলবৎ হয়। তারপর গত সাত মাসে ধর্ষণের মামলা ১২ জন অভিযুক্তে ফাঁসির সাজা মঞ্জুর করেছে আদালত৷
সূত্র- কলকাতা টুয়েন্টিফোর








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment