পৃথিবীর যে স্থানে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না

ইসলামিক শিক্ষা October 1, 2018 3,142
পৃথিবীর যে স্থানে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না

মহান আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টির করার পর বান্দারা যাতে সৃষ্টিকর্তার ক্ষমতা সম্পর্কে কিছু ধারণাকরতে পারে সেই জন্যে পৃথিবীর বিভিন্ন স্থানে নানা নির্দশন রেখেছেন। এই পৃথিবীর এমন একটি স্থান আছে যেখানে আল্লাহ তায়ালা শুধু মাত্র একবার সূর্যের আলো পৌঁছিয়েছিলেন। এবং সেই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত কখনোই আর সূর্যের আলো পৌঁছাবে না।


মূলত হযরত মুসা (আঃ) এর মু'জিযার কারনে বাহরে কুলযুম তথা লোহিত সাগরের উপর রাস্তা হয়ে যায় আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবার পড়েছিল এবং কিয়ামত পর্যন্ত আর পড়বে না।