

কিন্তু দ্বিতীয় বলটা মুস্তাফিজ দিলেন স্লোয়ার। সেটা পুল করতে গিয়ে জায়গার অভাবে রশিদ খান ক্যাচ তুলে দিলেন মুস্তাফিজের হাতে। পরের ৪ বলে দরকার ৬ রান। কিন্তু কাটার মাস্টারের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাই থেকে কেবল দুটি রান পারলেও আর লক্ষ্যে পৌঁছাতে পারেনি আফগানরা।
তাই তো ম্যাচ শেষে হারের জন্য মুস্তাফিজকেই কৃতিত্ব দিচ্ছেন প্রতিপক্ষ আফগান দলের অধিনায়ক আজগার আফগান। এদিকে, মুস্তাফিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সে কাটার মাস্টারকে প্রশংসায় ভাসিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইয়ের জার্সি গায়ে মুস্তাফিজের একটি কার্টুন ছবি দিয়ে এক টুইট বার্তায় দলটি লিখেছে, আফগানিস্তান ব্যাটসম্যানদের বিপক্ষে শেষ ওভারে ৮ রান নিয়ে লড়াই করে দলকে জয় এনে দিয়েছেন মুস্তাফিজ। আর এই জয়ে এশিয়া কাপের ফাইনালে উঠার আশা বেঁচে থাকলো বাংলাদেশের।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment