

এশিয়া কাপ ক্রিকেটে আজ দুবাইয়ে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তানের ম্যাচে প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১২৯বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের জয়য় ৫২টি। পাকিস্তানের ৭৩টিতে জয়। ৪টি ম্যাচ হয় পরিত্যক্ত।
সূত্রঃ অনলাইন








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment