

দুরন্ত এ জয়ে সুপার ফোরের টিকিট পেল আফগানিস্তান। সুপার ফোরে উঠল বাংলাদেশও। প্রথম ম্যাচে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের বিশাল ব্যবধানে হারানোয় তা সম্ভব হলো।
এবারের এশিয়া কাপে অংশ নেয়া ছয় দল খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। উভয় গ্রুপ থেকে শীর্ষ দু’দল নিয়ে হবে সুপার ফোর। বি গ্রুপ থেকে আফগানিস্তান-বাংলাদেশ উঠায় ছিটকে গেল শ্রীলংকা। অর্থাৎ এশিয়া কাপের দ্বাদশ আসর থেকে বিদায় নিশ্চিত হলো ম্যাথুস বাহিনীর।
এমনটি হওয়ায় ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ালো নিয়মরক্ষার। কেবল আনুষ্ঠানিকতা সারতে সেই ম্যাচ খেলতে নামবে দু’দল।
সূত্রঃ যুগান্তর








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment