ক্রিকেট প্রেমী? চমকে দিন আপনার বন্ধুদের ক্রিকেটের চমকপ্রদ বিষয় দিয়ে

খেলাধুলার বিবিধ September 14, 2018 1,533
ক্রিকেট প্রেমী? চমকে দিন আপনার বন্ধুদের ক্রিকেটের চমকপ্রদ বিষয় দিয়ে

ক্রিকেটের কিছু অজানা বিষয় জেনে নিন MYsmsBD থেকে যা আপনি আগে জানতেন না। বন্ধুদের সাথে মেতে উঠুন নতুন বিতর্কে। গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। নানা বিস্ময়করা ঘটনার জন্ম দেয় এই ক্রিকেট


চলুন জেনে নেই কী সেগুলো।


১. শচিন টেন্ডুলকার তার ওয়ানডে ক্যারিয়ারে যত রান করেছেন তার অর্ধেকই শতকরা ৯৯.৩২ ভাগ খেলোয়াড় করতে পারেননি।


২. ক্রিকেটের ইতিহাসে ব্রায়ান লারাই হল একমাত্র ব্যাটসম্যান যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি, কুয়াড্রুপল ও কুইন্টিপল সেঞ্চুরি করেছেন।


৩. শচিন টেন্ডুলকার তার ওয়ানডে ক্যারিয়ারে যতগুলো সেঞ্চুরি (৪৯) করেছেন, জিম্বাবুয়ের সব ক্রিকেটাররা মিলে করেছেন ওই একই সংখ্যক সেঞ্চুরি।


৪. ২০০ রানের উপরে ৩৫২-ই হচ্ছে সর্বনিম্ন স্কোর যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন দলই করতে পারেনি।


৫. ওয়ানডেতে সেঞ্চুরি করে ৩৩ বার দলের জয় এনে দিয়েছেন শচিন টেন্ডুলকার। আর বাকি কোন ব্যাটসম্যানই গোটা ক্যারিয়ারে এতোগুলো সেঞ্চুরির মুখ দেখতে পারেননি।


সত্যি জানতেন আপনি??? তাহলে ভালো। যারা না জানতেন তারা কিন্তু জেনে গেলেন।


ফেবু তে একটা শেয়ার মেরে দিবেন নাকি???


আসছি আরো নতুন কিছু নিয়ে।