ঈদে সালামি দেন? জবাবে যা বললেন মুস্তাফিজ

খেলাধুলার বিবিধ August 27, 2018 1,467
ঈদে সালামি দেন? জবাবে যা বললেন মুস্তাফিজ

ওয়েস্ট ইন্ডিজকে কুপোকাত করে দাপুটে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে মাত্র একদিন ঢাকায় কাটিয়ে পরদিনই টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান উড়াল দেন জন্মস্থান সাতক্ষীরায়।


সেখানেই পরিবার-পরিজনদের নিয়ে ঈদ উদযাপন করছেন তিনি। ২৬ আগস্ট ঢাকায় ফিরেই যোগ দিচ্ছে এশিয়া কাপের ক্যাম্পে। ইতোমধ্যে শুরুও হয়ে গেছে এশিয়া কাপের প্রস্তুতি ।


তিনি বলেন এখনকার ঈদ উদযাপন আগের থেকে বিশেষ কোনো পরিবর্তন মনে হয় না । তবে আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন ১০০ কিংবা ১৫০ মাইল দূর থেকে ভক্তরা ছুটে আসেন তার সঙ্গে ছবি তুলতে, তখন।


সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কোরবানি ঈদ উদযাপন ছাড়াও খেলা নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কাটার মাস্টার।


প্রশ্ন: কোরবানির ঈদে কোন ব্যাপারটি বেশি ভালো লাগে?


মোস্তাফিজ: দুই ঈদ-ই আমার কাছে একরকম মনে হয়। অন্যদের মতোই লাগে। তবে সবাই এক সাথে হই এটা ভালো লাগে।


বাড়িতে গেলে নিশ্চয়ই আপনাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়…?


মোস্তাফিজ: টানাটানি বলবো না। তবে হ্যাঁ, অনেকেই ঈদের মধ্যে ১০০, ১৫০ মাইল দূর থেকে ছবি তুলতে আসে। যেহেতু আমি কোথাও যেতে পারি না তাই তারাই আসে। এসে বসে থাকে, সবাই একত্রিত হয়ে আমাকে ছবি তুলতে ডাকে। এটা খুব ভালো লাগে।


প্রশ্ন: ঈদে সালামি দেন?


মোস্তাফিজ: হ্যাঁ, দেই। প্রতি ঈদেই আমার বাজেট থাকে। আমার বাড়ি ও পাশের বাড়ির চাচাতো, খালাতো, ফুফাতো, মামাতো ভাই-বোন যারা আসে সবাইকেই সালামি দেই। ওদের কিছু কিনে দিলে ওরা খুব খুশি হয়।


সূত্রঃ অনলাইন