স্যামসাংয়ের কম দামি ফোরজি ফোন বাজারে

মোবাইল ফোন রিভিউ August 25, 2018 5,299
স্যামসাংয়ের কম দামি ফোরজি ফোন বাজারে

এই প্রথম অ্যানড্রয়েড অরিও গো স্মার্টফোন আনলো স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি জে টু কোর। এই ফোনটিকে ঘিরে দীর্ঘদিন ধরে গুঞ্জণ শোনা যাচ্ছিল। অবশেষে এটি বাস্তবে রূপ নিলো।


গ্যালাক্সি জে টু কোর ফোনটি ভারত, মালয়েশিয়াসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে। এটি কবে নাগাদ বাংলাদেশে পাওয়া যাবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


এটি সাশ্রয়ী দামের ফোন। এর বিল্ট কোয়ালিট বেশ ভালো। দেখতেও বেশ। স্যামসাংয়ের নতুন এই ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। এতে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


ফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব ডাটা সেভিং ফিচার রয়েছে। এই ফিচার চালু করে ইন্টারনেট ব্যবহারের সময় ডাটা সেভ করা যাবে। ফোনটিতে ফোরজি এলটিই কানেকটিভিটি রয়েছে। এতে আরো রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস কানেকটিভিটি।


ছবির জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। গ্যালাক্সি জে টু কোর ফোনে রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি রম। রম মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।


ফোনটি পরিচালনার জন্য রয়েছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এক্সিনোস ৭৫৭০ চিপসেট।