সাধারন জ্ঞানের আসর - ২১৩তম পর্ব

সাধারণ জ্ঞান July 24, 2018 3,325
সাধারন জ্ঞানের আসর - ২১৩তম পর্ব

প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?

#প্লাটিপাস

-

প্রশ্ন: বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি ?

#এ্যালবাট্রোস

-

প্রশ্ন: পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?

#সুইফট_বার্ড

-

প্রশ্ন: বিড়াল থেকে কোন রোগ ছড়ায় ?

# ডিপথেরিয়া

-

প্রশ্ন: ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?

# ইনসুলিন

-

প্রশ্ন: ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?

# অগ্নাশয়ে

-

প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?

# পেপসিন

-

প্রশ্ন: মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কী ?

# ফুসফুস

-

প্রশ্ন: মানবদেহে সবচেয়ে বেশি রক্তচাপ কোথায় ?

# ধমনীতে

-

প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?

# দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন

-

প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে?

# এ্যাডরেনালিন_হর মোন

-

প্রশ্ন: মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ ?

# রডস

-

প্রশ্ন: দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ?

# কনস

-

প্রশ্ন: রঙ্গীন জিনিস দেখতে সাহায্য করে ?

# কোনস

-

প্রশ্ন: দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ?

# টেসটেস্টোরেন হরমোন

-

প্রশ্ন: কোন প্রাণীর চারটি পাকস্থলী আছে ?

# গরুর

-

প্রশ্ন: সবচেয়ে ছোট পাখি কোনটি ?

# হামিং_বার্ড