ঘরেই তৈরি করুন পপকর্ন

রেসিপি টিপস July 22, 2018 2,197
ঘরেই তৈরি করুন পপকর্ন

পপকর্ন প্রিয় অনেকের। তবে পপকর্ন কিন্তু আমরা কিনে খেয়ে খাকি। আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারেন পপকর্ন।


আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন পপকর্ন


উপকরণ

ভুট্টার দানা সিকি কাপ, লবণ সামান্য, সয়াবিন তেল বা মাখন ১ টেবিল চামচ।


প্রণালি

কড়াই গরম করে মাখন দিতে হবে। মাখন গরম হলে তাতে ভুট্টার দানা ও লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং মাঝে দু-একবার ঝাঁকিয়ে দিতে হবে।


সব ভুট্টা ফুটে গেলে চুলা থেকে নামিয়ে ওপরে ভাজা চিনাবাদাম ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।