

এক তরুণের একই দিনে দুইবার হার্ট অ্যাটাক হলো-
প্রথমবার দুপুরে যখন তার প্রেমিকা মেসেজ পাঠালো, ‘চলো, এবার আমাদের সম্পর্কের ইতি টানি। সব শেষ করে দিলাম।
তোমার সঙ্গে আমার ব্রেকআপ এখন থেকে।’
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর ফোন অন করে প্রেমিকার দ্বিতীয় মেসেজ পড়লো, ‘সরি সরি, জান! ওই মেসেজটা তোমার জন্য ছিল না।’
এরপর দ্বিতীয় বার হার্ট অ্যাটাক হলো...








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment