কখনও ভেবে দেখেছেন সন্ধ্যা হলেই মাথার উপরে মশা কেন ভনভন করে?

জানা অজানা July 18, 2018 1,590
কখনও ভেবে দেখেছেন সন্ধ্যা হলেই মাথার উপরে মশা কেন ভনভন করে?

বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামার সময়ে পথ চলতে গিয়ে হঠাৎই মাথার উপরে ভনভন করে ঘুরতে থাকে মশার ঝাঁক। এই দৃশ্যের সঙ্গে সকলেই পরিচিত। মশার উৎপাতে সবাই নাজেহাল হয়। যে কোন সময় আচমকাই মশা হাজির হয়, তারপর কামড়ে অস্থির করে তোলে সকলকে।


কেবল কামড়ই নয়, মাথার উপরে তাদের এই ঘুরপাক খাওয়াও কম অস্বস্তির নয়। কিন্তু কেন মশারা ওভাবে মাথার উপরে পাক খেতে থাকে?


‘কোরা.কম’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মানুষের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসের গন্ধ পেয়েই মশা এসে পৌঁছায় মানুষের কাছে। আসলে মশা ওই গন্ধেই সন্ধান পায় মানুষের। কিন্তু কেন মাথার কাছেই ঘুরপাক খেতে থাকে তারা?


আসলে, চারপাশের এলোমেলো বাতাসে মশা চলতে পারে না। তাই তারা মাথার উপরে জড়ো হয়। আর সময়টা সন্ধ্যা হওয়ার একটাই কারণ, দিনের আলোয় প্রকাশ্যে আসতে পছন্দ করে না তারা। তাই সন্ধ্যা নামতেই তারা বেড়িয়ে পড়ে।