মোবাইল চার্জে প্রয়োজন মাত্র ১ ফোঁটা প্রসাব!

নতুন প্রযুক্তি April 22, 2016 3,637
মোবাইল চার্জে প্রয়োজন মাত্র ১ ফোঁটা প্রসাব!

নিউজ ডেস্ক: বিজ্ঞানের এই যুগে আবিস্কারের যেন শেষ নেই। তবে কিছু কিছু আবিস্কার আছে যা আমাদের চক্ষুকে চড়গগাছ করে দেয়। ধরুন রাস্তায় বেড়িয়ে হামেশাই আমাদের ধোকা দেয় মোবাইল৷ কথা বলতে বলতে চোখ বোজে ব্যাটারি৷ সেই সময় প্রচণ্ড রাগ ধরলেও অসহায় হয়েই থাকতে হয় আমাদের৷


কিন্তু এবার আর চিন্তা নেই৷ কয়েক মিনিটেই চালু হয়ে যাবে সুইচ অফ হওয়া মোবাইল৷ শুধু ফোনের উপর ঢেলে দিতে হবে কয়েক ফোঁটা হিসি৷


হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ গবেষকরা এমনই এক ব্যাটারি তৈরি করে ফেলেছেন, ‌যা প্রসাব থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবে৷ এই ব্যাটারি তৈরি করতে খবরচ হবে ন্যূনতম ভারতীয় মুদ্রায় মাত্র ১০০ টাকার মতো৷


এক স্কোয়ার ইঞ্চি মাপের এই ব্যাটারির ভিতরে এমন এক ব্যাকটেরিয়া ‌রয়েছে, যা প্রস্রাবে মিশে থাকা জৈব পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে৷ গবেষকদের কথায়, একটি মোবাইল ফোন চালানোর জন্য একটি ব্যাটারিই যথেষ্ট৷ ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বার্থ, কুইন মেরি ইউনিভার্সিটির ও ব্রিস্টল বায়ো এনার্জি সেন্টারের ‌যৌথ গবেষণায় তৈরি হয়েছে এই ব্যাটারি৷